প্রথমেই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই। করোনাকালীন আবহে তাঁর মতো একজন বিদগ্ধ পণ্ডিত মানুষকে আমরা হারালাম। এখন বড়ো বেদনার দিন। গত মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত দেশের এত রত্নের মৃত্যু দেশ বোধহয় আগে কখনো দেখেনি। আমরা তো দেখিই নি। অতএব কেউ ভালো নেই। শুধু চেষ্টা। তবু চেষ্টা। এইভাবেই সবকিছুর মধ্যেও আমরাও সাহিত্য নিয়ে পাগলামি করেই চলেছি। অনেক অক্ষরকর্মীদের ঠাস বুননে এই সংখ্যাটি পাঠককুলে কিছুটা হলেও সমাদৃত হলে ধন্য হবোই।
সাঁঝবাতি ব্লগজিন দ্বিতীয় সংখ্যা প্রকাশ যথেষ্টই আশ্চর্যের। তাছাড়া বিভিন্ন জায়গায় মুদ্রণ বন্ধ থাকায় বহু সম্পাদক বিষণ্ণ। অথচ মুক্তি নেই। ইচ্ছে থাকলেও উড়ান নেই। সাধনা থাকলেও সাধ্য নেই। সম্পাদকীয় বদলে দু কথা লিখলাম আপনাদের পাশে পেয়েই। তবে একটা কথা বলে রাখাই ভালো, এই ব্লগজিনে প্রকাশিত প্রতিটি লেখার দায় অবশ্যই লেখকের। এই দায় সম্পাদকের নয়। লেখকদের সেই দায়বদ্ধতা নিয়েই সাঁঝবাতি ব্লগজিন সমৃদ্ধ হয়ে উঠুক।
No comments:
Post a Comment